কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কালবৈশাখীর শঙ্কায় গৃহহীন বৃদ্ধ মান্নান, ঘরের জন্য আকুতি

 স্টাফ রিপোর্টার | ৭ এপ্রিল ২০২১, বুধবার, ৬:৪৯ | হোসেনপুর 


যুবক বয়সে মানুষের গৃহের কারিগর ছিলেন আব্দুল মান্নান মৃধা। প্রথমে তিনি বিল্ডিং নির্মাণ শ্রমিক হিসেবে পেশা বেঁচে নেন। পরবর্তীতে আব্দুল মান্নান মৃধা বিল্ডিং নির্মাণ কারিগরি (রাজমিস্ত্রী) হিসেবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন।

ভাগ্যের কি নিমর্ম পরিহাস! আজীবন যিনি মানুষের আশ্রয়ের জন্য ঘর তৈরি করে দিয়েছেন তিনিই আজ গৃহহীন।

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া গ্রামের মৃত আবদুল গফুর মৃধার ছেলে আব্দুল মান্নান মৃধা।

দুই শতক ভিটেবাড়ী ছাড়া সহায় সম্বল বলতে কিছুই নেই তার।

বড় ছেলে নয়ন মৃধা গাজীপুর সদরে রিকসা চালান এবং ছোট ছেলে হারুন মৃধা স্থানীয়ভাবে মাটিকাটার শ্রমিকের কাজ করেন। দুই মেয়ে বিবাহিতা।

ছেলে দুইজনই বিবাহ করে আলাদা সংসার চালান। বৃদ্ধ আবদুল মন্নানের বয়স ৬৬টিতে পা রাখলেও তিনি বয়স্ক ভাতাও পাননি।

শারীরিক অসুস্থার জন্য তিনি এখন রাজমিস্ত্রীর কাজ করতে পারছেন না। অভাব অনটনে দিনাতিপাত করছেন এই অসহায় দম্পতি। বর্তমানে জরাজীর্ণ একটি কুঁড়েঘরে আব্দুল মান্নান মৃধার বসবাস।

গত বছর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মন্নান মৃধার গৃহ পরিদর্শন করে দুই ব্যান্ডেল ঢেউটিন প্রদানের আশ্বাস দিলেও তা গুড়ে বালি। কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হলেই অসহায় দম্পতি ছুটে যান অন্যের ঘরে।

স্ত্রী সুফিয়া খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, মৃত্যুর আগে আমাগো কপালে আর ঘর জুটবে না।

গৃহহীন আব্দুল মান্নান মৃধা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যদি আমারে একটা ঘর তৈরি দিতেন তাহলে চিরকৃতজ্ঞ হতাম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর