কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ঝড় ও গরম বাতাসে ২৫০ হেক্টর বোরো ধানের ক্ষতি

 স্টাফ রিপোর্টার | ৭ এপ্রিল ২০২১, বুধবার, ৫:৪১ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে কালবৈশাখী ঝড় ও গরম বাতাসের প্রভাবে ২৫০ হেক্টর বোরো জমির ধান ধূসর হয়ে বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে কৃষকের মাঝে হতাশা বিরাজ করছে।

কালবৈশাখী ঝড় ও গরম বাতাসের প্রভাবে হোসেনপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বোরো জমির ধানের শিষ শুকিয়ে সাদা হয়ে গেছে।

আর কিছু দিন পরেই এই ধান সোনালী রঙ ধারণের পর্যায়ে ছিল। এমন সময় সবুজ ধানের শীষ ধূসর হয়ে পড়ায় কৃষকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।

উপজেলা কৃষি অফিস জানায়, এ উপজেলায় মোট ৭ হাজার ৭৬০ হেক্টর বোরো জমি আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২৫০ হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে।

কৃষক মফিজ উদ্দিন বলেন, আমার সংসার কী করে চলবে? আর কিছু দিন সময় পেলেই ধান কাটা শুরু করতে পারতাম। কিন্তু প্রকৃতি যেন সব আশাই নষ্ট করে দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস জানান, প্রচণ্ড গরম আবহাওয়ায় ধানের শীষ শুকিয়ে গেছে। পৌরসভা ও ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর