কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে পরিবার পরিকল্পনা বিভাগের সচেতনতা র‌্যালি ও মাস্ক বিতরণ

 স্টাফ রিপোর্টার | ৩ এপ্রিল ২০২১, শনিবার, ৪:৩৯ | কটিয়াদী 


মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ২য় ধাপ মোকাবিলায় জনসচেতনতা, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যালি ও মাস্ক বিতরণ করেছে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস।

শনিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার আচমিতায় এই র‌্যালি ও মাস্ক বিতরণ করা হয়।

সকাল ১০টায় আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আচমিতা বাজার প্রদক্ষিণ করে।

এসময় মাস্ক ছাড়া চলাফেরা করা ৩শ’ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এর আগে আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিকুর রহমান।

এছাড়া আচমিতা জর্জ ইনস্টিটিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম, আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আজাহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার সরকার, বাজার কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান, মো. বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর