কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এগারোসিন্দুর প্রভাতী'র ইঞ্জিন বিকল, আড়াই ঘন্টা পর চললো ট্রেন, যাত্রী ভোগান্তি

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ১৫ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ৬:৪৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের কুলিয়ারচর ও বাজিতপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী মাইলবাদশা এলাকায় এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ভৈরব-ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভৈরব-ময়মনসিংহ রেলপথের কুলিয়ারচর থেকে এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি বাজিতপুর স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে এগারসিন্দুর প্রভাতী ট্রেনটিকে টেনে কুলিয়ারচর স্টেশনে এনে ইঞ্জিনের ত্রুটি মেরামত করা হয়।

এতে আড়াই ঘন্টারও বেশি সময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দুপুর পৌনে ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুলিয়ারচর রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি কুলিয়ারচর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর কুলিয়ারচর-বাজিতপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি মাইলবাদশা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এ কারণে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ–সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম পথে সকাল ১০টা থেকে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর