কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আগামী প্রজন্মের জন্য এ কমপ্লেক্স হবে স্মৃতিস্মারক: নূর মোহাম্মদ এমপি

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৪ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৪:৪৪ | পাকুন্দিয়া  


‘এটি কোনো সাধারণ ভবন নয়। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন এ ভবনটি ভবিষ্যত প্রজন্মের জন্য স্মৃতিস্মারক হয়ে থাকবে। এটি দেখে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার আগ্রহ দেখাবে। মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকবে বাঙালি জাতির গৌরব-উজ্জ্বল ইতিহাসের কথা।’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাা বলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য দেন-পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন-অর-রশীদ জুয়েল, পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দুই কোটি ২২ লাখ ৫২ হাজার ৫১০ টাকা চুক্তিমূল্যে পৌরসদরের উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন তিনতলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর