কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরব পৌরসভায় নৌকার মাঝি ইফতেখার হোসেন বেনু

 স্টাফ রিপোর্টার | ৩০ জানুয়ারি ২০২১, শনিবার, ৭:১০ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মেয়র পদে নৌকার মাঝি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ভৈরব পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু।

শনিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ভৈরব পৌরসভায় ইফতেখার হোসেন বেনুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩১টি পৌরসভা (৫ম ধাপ), ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়।

সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভৈরব পৌরসভায় নৌকার মাঝি ইফতেখার হোসেন বেনু ভৈরব পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে ১৪ বছর এবং এর আগে তিন বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ইতিপূর্বে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেছেন।

ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হওয়া ইফতেখার হোসেন বেনু ভৈরবের ঐতিহ্যবাহী হাজী আসমত কলেজের প্রতিষ্ঠাতা হাজী আসমত আলী ব্যাপারীর নাতি।

শিক্ষাগত জীবনে তিনি জগন্নাথ কলেজ থেকে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স সম্পন্ন করেন৷

ভৈরব পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি।

৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।

গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন এই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর