কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হাওরে কৃষকদের করোনাকালীন সহায়তা কার্যক্রম উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৫:৪১ | কৃষি 


কিশোরগঞ্জের হাওরে করোনাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য জরুরি সহায়তা কার্যক্রম উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মিঠামইন উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।

কোভিড-১৯ এ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জরুরি সহায়তা প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ফ্যামিলি টাইস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে।

মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কর্মশালায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রেহানা পারভীন প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন।

এতে ফ্যামিলি টাইস এর নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী, টেকনিকাল ডাইরেক্টর মনিরুজ্জামান মুকুল, প্রোগ্রাম ম্যানেজার মমতাজ বেগম মুমু প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, এই উদ্যোগ হাওরের কৃষির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের কৃষকদের জন্য জরুরি এই সহায়তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাগিদ দেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, উপসহকারী কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও উপকারভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর