কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক সেমিনার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১১ জানুয়ারি ২০২১, সোমবার, ৩:২৯ | পাকুন্দিয়া  


মুজিববর্ষের কর্মসূচিতে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক খাদ্যের নিরাপত্তা বিষয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

এতে বড় পর্দায় খাদ্য নিরাপত্তা ও নিরাপদতা সম্পর্কে উপস্থাপনা করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার বড় পর্দায় খাদ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি উপস্থাপনা করেন।

সেমিনারে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

সেমিনারে নিরাপদ খাদ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি উপস্থাপনা করা হয়। খাদ্য মজুদ, সংরক্ষণ, পরিবেশনসহ গুণগত মান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

এতে উপস্থিত লোকজন খাদ্য সম্পর্কিত জানা-অজানা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রাখলে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সেসব বিষয়ে ব্যাখা দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর