কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশন’

 স্টাফ রিপোর্টার | ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১১:৪১ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং করোনা সুরক্ষায় মাস্ক বিতরণ করেছে ‘ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলার বোয়ালিয়া এলাকার তাহেরা নূর স্কুল এন্ড কলেজ চত্বরে দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল ও মাস্ক তুলে দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজনীতিক আবদুর রহমান রুমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা।

রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রাজন, আওয়ামী লীগ নেতা আমিনুল হক ফয়সাল, রায়হান আহমেদ, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সরকার সাব্বির ফয়সাল প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে সমাজসেবক নেছার আহমেদ ভূঞা নূর মিয়া, তাহেরা নূর স্কুল এন্ড কলেজের শিক্ষক নূরুল ইসলাম ফরাজী কালাম, কটিয়াদী মডেল থানার পরিদর্শক মো. দুলাল, সমাজসেবক গিয়াস উদ্দিন, আতর আলী, হাবিবুর রহমান, তরুণ সমাজসেবক সোহেল আবেদীন রানা, মাসুম রহমান, ছাত্রনেতা তানজীম খান ফরহাদ, রনি খান, সাকিবুল হাসান সোহাগ, আশরাফিজুর রহমান হৃদয়, রাকিব, প্রিন্স, বাবুল মিয়া, মাসুদ রানা জয়, মাহফুজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান রাজন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও আর্ত মানবতার সেবায় ফাউন্ডেশন কাজ করে যাবে। শীতার্তদের উষ্ণতা দিতে প্রতি বছরের মতো আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর