কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল গাঁজা, ভৈরবে আটক করল র‌্যাব

 স্টাফ রিপোর্টার | ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৫:৩৯ | অপরাধ 


কিশোরগঞ্জের ভৈরবে নাটাল মোড় থেকে ৮ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও নগদ এক হাজার ৪শ’ টাকাসহ মো. তাওহিদুল ইসলাম রুবেল (৩৩) ও মো. সাইফুল ইসলাম (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরবের নাটাল মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর তল্লাশী চৌকি স্থাপন করে তাদের আটক করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এই অভিযানে নেতৃত্ব দেন।

ওই দুই মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকার যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

আটক তাওহিদুল ইসলাম রুবেল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

অপরদিকে মো. সাইফুল ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

র‌্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর