কিশোরগঞ্জের নিকলীতে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) বাদ আসর নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে সদর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।
বুধবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে তিনি পুকুরপাড় গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।