কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৬ জানুয়ারি ২০২১, বুধবার, ৯:৫৬ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে জসিম (৪০) ও আব্দুর রহিম (২০) নামে দুই মাদকসেবীকে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটকের পর ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকতারুন নেছা এ দণ্ড প্রদান করেন।

দণ্ডিত দুই মাদকসেবীর মধ্যে জসিম কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লার আবু বাক্কারের ছেলে এবং আব্দুর রহিম একই মহল্লার মো. মস্তোফার ছেলে।

জানা যায়, কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ-খ সার্কেলের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কামারকোনা মহল্লার মিজানের বাড়িতে অভিযান চালায়।

মাদকসেবীরা অভিযানের সংবাদ পেয়ে ঘরের সিলিং এর উপর আত্মগোপন করে। টিমের সদস্যরা মাদকসেবীদেরকে সিলিং এর উপর থেকে নামিয়ে আনেন।

এ সময় তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা, দুই পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকতারুন নেছা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর