কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হেলিকপ্টারে এলাকায় এলেন চেয়ারম্যান প্রার্থী

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৫ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৬:২৯ | সম্পাদকের বাছাই  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শাহাব উদ্দিন নামের এক ব্যক্তি ২৭ বছর ধরে সৌদিআরব থাকেন। প্রবাস জীবনে থেকেই মনস্থির করেন চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে প্রার্থীতার আগাম জানান দিয়ে আসছিলেন তিনি।

সম্প্রতি লকডাউন শেষে ফ্লাইট চালু হলে গত ৩ জানুয়ারি প্রবাসী শাহাব উদ্দিন দেশে ফেরেন। ঢাকায় পৌঁছে হেলিকপ্টার করে ছুটে আসেন পাকুন্দিয়ায়।

তার আগমনকে ঘিরে আগে থেকেই শতশত উৎসুক জনতা ভীড় করেন উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে।

হেলিকপ্টার থেকে নামার পর কর্মী-সমর্থকরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। হেলিকপ্টারে চড়ে চেয়ারম্যান প্রার্থীর এলাকায় আগমনকে ঘিরে পুরো উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (৪ জানুয়ারি) পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে ঘটেছে এমন ঘটনা।

চেয়ারম্যান প্রার্থীর হেলিকপ্টারে চড়ে এলাকায় আগমনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে কৌতূহল সর্বত্র।

জানা গেছে, উপজেলার খামা গ্রামের হাজী মাহমুদ হোসেন এর ছেলে মো. শাহাব উদ্দিন। আসন্ন এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

আগাম প্রার্থী হিসেবে ইতোমধ্যে তিনি ফেসবুকসহ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে প্রচারণা চালিয়ে আসছিলেন।

নিজের প্রার্থী হওয়ার প্রচারণার অংশ হিসেবে চমক দেখানোর জন্যই তিনি হেলিকপ্টারে চড়ে এলাকায় এসেছেন, এমনটাই ধারণা স্থানীয়দের। যদিও পাকুন্দিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি।

স্থানীয়রা জানান, ২৭ বছর ধরে সৌদি আরব থাকেন শাহাব উদ্দিন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন ধরে ফেসবুকসহ নানা ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি। এরই অংশ হিসেবে হেলিকপ্টার নিয়ে এলাকায় নামেন।

এ ব্যাপারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শাহাব উদ্দিন জানান, গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেননি। তাই হেলিকপ্টার নিয়ে গ্রামে এসেছেন। মানুষের সেবা করার জন্যই তিনি ২৭বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে এসেছেন।

বাকি জীবন এলাকার মানুষের সেবায় নিয়োজিত রাখার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর