কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় শীতবস্ত্র পেলেন ১৫০০ শীতার্ত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৩:৩৭ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১৫০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ৬৭নং সনমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি)  নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ-অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দিয়ে বিতরণ কাজের উদ্বোধন করেন।

জেলা শ্রমিকলীগের উপদেষ্টা বিশিষ্ট গার্মেন্ট ব্যবসায়ী মো. আতাউল্লাহ সিদ্দিক মাসুদের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দুস্থ-অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ এর সভাপতিত্বে ও মো. উবায়দুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলম খান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর তরীকুল ইসলাম আসাদ, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল কবীর আলমগীর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ এমপি বলেন, ‘অনেকের সম্পদ থাকলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মন-মানসিকতা নেই।

আতাউল্লাহ সিদ্দিক মাসুদের মতো ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিরা দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ালে দেশ আরো এগিয়ে যাবে।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর