কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সিসি ক্যামেরার আওতায় তাড়াইল

 স্টাফ রিপোর্টার, তাড়াইল | ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার, ১১:৪১ | তাড়াইল  


জনস্বার্থ ও অপরাধ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার তাড়াইল উপজেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে তাড়াইল উপজেলা সদরের ৩টি স্থানে ৭টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) বিকালে তাড়াইল থানা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সুধী সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের আয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপন উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ।

এতে বিশেষ অতিথি ছিলেন সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের পরিকল্পনাকারী তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব একেএস জামান সম্রাট, বাংলাদেশ প্রেসক্লাব তাড়াইল উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মো. ফরিদ উদ্দিন প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর