কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, চারণ রাজনীতিক, চিরকুমার গণ মানুষের নেতা আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (৬৬) সাহেবের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
তিনি ছিলেন কিশোরগঞ্জ আওয়ামী লীগের অন্যতম একজন নিবেদিতপ্রাণ নেতা। তৃণমূলের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন তিনি। শত শত কর্মী তৈরি করেছেন।
তীব্র বিরূপতার মধ্যেও আওয়ামী লীগের সাংগঠনিক কাজে তিনি ছিলেন অগ্রণী। মাটি ও মানুষের সংগঠন আওয়ামী লীগই ছিল তার ধ্যান। তিনি ছিলেন দল অন্তঃপ্রাণ।
জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আনুগত্যে তিনি ছিলেন অবিচল। রাজনীতির মাঠে পরীক্ষিত ও আপসহীন সৈনিক ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে আমরা একজন যোগ্য নেতা হারিয়েছি। তাঁর আদর্শে নতুন প্রজন্মের নেতা-কর্মীরা কিশোরগঞ্জ আওয়ামী লীগের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন বলে আমি বিশ্বাস করি।
আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।