কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিশ্ব শুনুক আপনার কণ্ঠ, সাথে জিতুন পুরস্কার

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:২২ | বর্ষপূর্তি উৎসব 


বিশ্বকে আপনার কণ্ঠ শোনাতে এবার ভিন্নমাত্রার এক প্রতিযোগিতার আয়োজন করেছে ‘কিশোরগঞ্জ নিউজ’। ‘আমার কণ্ঠ, শুনুক বিশ্ব’ এই স্লোগানে কণ্ঠসংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালটি।

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা হয়তো আপনাকে সেলিব্রেটি বানাতে পারবো না। তবে করোনাকালীন এই সময়ে আপনার যাপিত জীবন কিছুটা হলেও আনন্দ-বিনোদনে রাঙাতে পারবো।

তবে আর দেরি কেন, মোবাইল ফোনের ক্যামেরাটা অন করে সাহস নিয়ে দাঁড়িয়ে যান, আর মন খুলে গেয়ে ফেলুন আপনার পছন্দের যেকোন একটি গান। বাদ্যযন্ত্রও ব্যবহার করতে পারবেন। তবে কোন অ্যাপস কিংবা কারাওকে ব্যবহার করা যাবে না।

আপনার পছন্দের গানটি গেয়ে জিতে নিতে পারেন নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট। ৩০ নভেম্বর, ২০২০ এর মধ্যে পাঠাতে হবে গানের ভিডিও।

ভিডিও পাঠাতে হবে ‘কিশোরগঞ্জ নিউজ’ এর হোয়াটসঅ্যাপ নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর: +৮৮০১৮৪১৮১৫৫০০.

ভিডিও পাঠাতে kishoreganjnews247@gmail.com এই ঠিকানায় ইমেইল করতে পারেন।

এছাড়া ‘কিশোরগঞ্জ নিউজ’ এর অফিসিয়াল পেইজে facebook.com/kishoreganjnews ইনবক্স করেও ভিডিও পাঠানো যাবে।

ভিডিও পাঠানো যাবে ইমু ০১৭১৪৩৫৪৯৫০ নম্বরেও।

সেরা দশজনের প্রত্যেকের জন্য থাকবে সার্টিফিকেট ও সম্মননা ক্রেস্ট।

এছাড়া সেরা তিনজনের জন্য রয়েছে নগদ অর্থ, স্পেশাল ফটোশুট ও ইন্টারভিউয়ের ব্যবস্থা। থাকবে নতুন করে তিনজনের গলায় গান রেকর্ডের সুযোগ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত:

১। যেকোনো বয়সের নারী-পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

২। প্রতিযোগীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স লিখে পাঠাতে হবে।

৩। শুধু ভয়েস বা অডিও পাঠানো যাবে না। ভিডিও বাধ্যতামূলক।

৪। কিশোরগঞ্জ জেলার যেকোন জায়গা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। অন্য কোন জেলার প্রতিযোগীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের কোন সুযোগ নেই।

৫। প্রতিযোগীদের গাওয়া গান কিশোরগঞ্জ নিউজ এর ইউটিউব চ্যানেল এবং কিশোরগঞ্জ নিউজ এর ফেসবুক পেইজে আপলোড করা হবে।

৬। প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণে বিচারকদের নম্বর এবং ইউটিউব ও ফেসবুক ভিউ এর মাধ্যমে অর্জিত নম্বর যোগ করা হবে।

এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে ফোন করতে পারেন এই নম্বরে +৮৮০১৮৪১ ৮১৫৫০০।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর