কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী

 অজিত দত্ত, অষ্টগ্রাম | ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৩:১১ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রামে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ভিত্তিক ৬৪ জন নারী ও পুরুষ নিয়ে দশ দিনের প্রশিক্ষণ শেষে সোমবার (২৩ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের পুকুরপাড় শাজাহান মাষ্টারের বাড়ীর বাংলোর সামনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আমিন উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো রফিকুল আলম।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমাছ উদ্দিন ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১০ নভেম্বর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ১০ দিন প্রশিক্ষণ শেষে সোমবার (২৩ নভেম্বর) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ৩২জন নারী এবং ৩২জন পুরুষ অংশ নেন।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, এ গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন প্রশিক্ষণ কর্মসূচি পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর