কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কৃষক লীগের উদ্যোগে ২শ’ প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে ধানের বীজ

 স্টাফ রিপোর্টার | ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৭:১৫ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে জেলা কৃষক লীগের উদ্যোগে ২শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের সহযোগিতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) কৃষকদের হাতে ধানের বীজ তুলে দেয়া হয়।

বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এই বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান।

জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল।

এ সময় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, সম্পাদকমণ্ডলীর সদস্য বুরহান উদ্দিন, দপ্তর সম্পাদক দীপক দাস, জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, কৃষক লীগ নেতা আখতারুজ্জামান শিপন, সদর উপজেলা কৃষক লীগ সভাপতি কামাল পাশা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, পৌর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর