কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ভাষাসৈনিক শহীদ এবি মহিউদ্দিন আহমেদ ও শহীদ নূর হোসেন স্মরণে আলোচনা

 স্টাফ রিপোর্টার | ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৬:৫২ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ আবুল বাশার মহিউদ্দিন আহমেদ এর ৪৯তম শাহাদাত বার্ষিকী ও শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলার অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শহরের থানা মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি’র সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন।

সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের তথ্যপ্রেরক হাবিবুর রহমান ফুল মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা আহসান হাবীব, সাংবাদিক আশরাফুল ইসলাম, ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, শহীদ এবি মহিউদ্দিন আহমেদের জামাতা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া, এবি মহিউদ্দিন আহমেদের ছেলে মো. আসাদুজ্জামান সোহেল, লেখক মো. জাহাঙ্গীর কবীর, মুক্তিযুদ্ধের প্রজন্ম মো. শাহীন মিয়া, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রেহান প্রমুখ আলোচনায় অংশ নেন।

এতে শহীদদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী আনোয়ার উদ্দিন আওয়াল ও মাজাহারুল ইসলাম লিটন।

শেষে শহীদ এবি মহিউদ্দিন আহমেদ ও শহীদ নূর হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর