কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তসবিহ জপরত নারীকে বিষধর সাপের দংশন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ৭:০২ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে বিষধর সাপের দংশনে সরুফা আক্তার (৭৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বসতঘরে ঢুকে নামাজ শেষে তসবিহ জপরত অবস্থায় থাকা সরুফা আক্তারকে সাপটি দংশন করে।

এতে তার অবস্থা গুরুতর হলে স্বজনেরা প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সাপড়ে দংশনে নিহত সরুফা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরুফা আক্তার নামাজ শেষে তসবিহ জপরত অবস্থায় ছিলেন। এ সময় ঘরের একটি স্থানে সাপটি পেঁচিয়ে ছিল। কিন্তু সরুফা আক্তার সেটি খেয়াল না করে সাপটির কাছাকাছি যেতেই সাপটি তাকে দংশন করে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর রেফার্ড করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর