কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-গণধর্ষণের প্রতিবাদে কটিয়াদীতে গণস্বাক্ষর ও মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ৮ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১০:৪৪ | কটিয়াদী 


সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-গণধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে রক্তদান সমিতি'র উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি'র সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কবি, সাহিত্যিক, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, বিশিষ্ট রাজনীতিক আবদুর রহমান রুমী, সাবেক ভিপি গিয়াস উদ্দিন আহমেদ, শ্রমিকনেতা সেলিম উদ্দিন খাঁন, রাজনীতিক শফিকুর রহমান বাদল, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, সারোয়ার হোসেন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন খোকন, শ্রমিকনেতা আব্দুল মান্নান, সমাজ সেবক রফিকুল ইসলাম রফিক, শাহরিয়ার আহমেদ পাভেল, ছাত্রনেতা এনামুল হক বাবু, নারীনেত্রী কোহিনুর আক্তার, শিক্ষক রফিকুল ইসলাম, প্রদীপ সূত্রধর, সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল মামুন, জিসান আজাদ, সাকিবুল হাসান সোহাগ, শাহীন এলাহী, হাসান তারেক বাপ্পী, মনিরুজ্জামান খোকন, তানভীর তাহসীন অন্তর, সাফায়েত উল্লাহ ভূঞা টিটু, রিগান ভূঞা, জাকির হোসেন, সারোয়ার আহমেদ হৃদয় প্রমুখ।

এতে অন্যদের মধ্যে কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, কটিয়াদী বাজার বণিক সমিতির সদস্য সচিব জাহিন শাহরিয়ার ইমরান, বিদ্যুৎ কুমার আচার্য্য, সাংবাদিক আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান কাযিন, মাসুদুল ইসলাম সবুজ, মিয়া মো. সিদ্দিক, শিক্ষক সাইদুর রহমান সবুজ, ইকবাল হোসেন, হাদিউল ইসলাম রাকিব, গোলাপ মিয়া, ওমাশীষ ঘোষ, কৌশিক সাহা, আশিকুর রহমান শাওন, মাহবুবুর রহমান, নন্দন সাহা, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, নবজিৎ সাহা, একেএম মুশফিকুর রহমান রবিন, হাসিবুর রশীদ রাফি, শাওন হাসান পারভেজ, সেলিম খান সোহাগ, ইমন বাপ্পী, সালেহ মারুয়া, নাসিম আহমেদ, সাজ্জাদ হোসেন সজল, নোভেল আহমেদ ইমন, বদরুল আলম, আজমল হক রাফি, মাহফুজ আহমেদ, শাহিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নারীর প্রতি সহিংসতা রোধে সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট আট দফা দাবি উত্থাপন করা হয়।

এ সময় একটি গণস্বাক্ষর কর্মসূচীতে সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় চিহ্নিত অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবির প্রতি সহমত পোষণ করে তিন শতাধিক লোক গণস্বাক্ষর প্রদান করেন।

রক্তদান সমিতি ঘোষিত আট দফা দাবিসমূহ হলো: এক. ধর্ষণ মামলার জন্য বিশেষ দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করতে হবে।

দুই. যথাযথ তদন্ত সাপেক্ষে ধর্ষণ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

তিন. ভিক্টিমকে রাষ্ট্রীয়ভাবে আইনি সহায়তা প্রদান করতে হবে।

চার. ভিক্টিমের নিরাপত্তা ও পুর্নবাসনে সহায়তা প্রদান করতে হবে।

পাঁচ. একযোগে সারাদেশে চলমান সকল ধর্ষণ মামলা চলতি বছরের মধ্যে নিষ্পত্তি করে নজির সৃষ্টি করতে হবে।

ছয়. নারীবান্ধব সমাজ নিশ্চিতে সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে।

সাত. ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে।

আট. মানসিক বিকাশ ও মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর