কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদী রক্তদান সমিতিকে সুরক্ষা সামগ্রী প্রদান

 স্টাফ রিপোর্টার | ২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৬:৪৭ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতিকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার কার্যালয়ে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তানভীর হাসান।

অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বিদ্যুৎ কুমার আচার্য্য শশী।

এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. আইরিন আল নাসের, মেডিকেল অফিসার ডা. রিপন দেবনাথ, ডা. মামুন মিয়া, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান, রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, স্বেচ্ছাসেবক ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তানভীর হাসান বলেন, করোনা পরিস্থিতিসহ রক্তদান সমিতি'র সার্বিক কর্মকাণ্ডে আমি অভিভূত। সামান্য সুরক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর