কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে চোরাই পালসার মোটর সাইকেলসহ যুবক আটক

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৫:২১ | অপরাধ 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি চোরাই পালসার মোটর সাইকেলসহ আশরাফুল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে কুলিয়ারচর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

চোরাই পালসার মোটর সাইকেলসহ গ্রেপ্তার হওয়া আশরাফুল নরসিংদী জেলার শিবপুর থানার চৌঘরিয়া কান্দাপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

তার কাছ থেকে একটি পালসার ১৫০ সিসি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়, যার রেজিঃ নং কিশোরগঞ্জ ল-১১-০৯৭৮।

পুলিশ জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুলিয়ারচর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার দ্বাড়িয়াকান্দি তিশা কাউন্টারের উত্তর পাশের খোলা জায়গায় একটি চোরাই মোটর সাইকেল চক্র মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য সংঘবদ্ধ হয়েছে।

থানা পুলিশ এমন সংবাদের পেয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ-এর নির্দেশনায় এএসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে চোরাই মোটর সাইকেলসহ আশরাফুলকে আটক করা হয়। এছাড়া এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য আরো ৪/৫ জন পালিয়ে যায়।

এ ঘটনায় এএসআই মো. জুয়েল মিয়া বাদী হয়ে দণ্ডবিধি আইনের ৩৭৯/৩৮০/৪০১/৪১১/৪১৩ ধারায় কুলিয়ারচর থানায় মামলা (নং-১৪, তারিখ- ১৭/০৯/২০২০) দায়ের করেছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, অভিযানে চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার হওয়া আশরাফুলের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর