কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৭:৩৬ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশে খেলা করতে গিয়ে বর্ষার পানিতে ডুবে মুক্তা আক্তার (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের কাসাপুর গ্রামে পানিতে ডুবে শিশুমৃত্যুর এই ঘটনাটি ঘটেছে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু মুক্তা আক্তার উপজেলার গোপদিঘী ইউনিয়নের কাসাপুর গ্রামের কবির মিয়ার মেয়ে। শিশুটির মা জোৎস্না আক্তার সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি পরিবারের সাথে ঢাকায় বসবাস করতো। সেখানেই সে একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।

দেশে করোনা সংক্রমণ শুরু হলে কিছুদিন আগে পরিবারটি ঢাকা থেকে কাসাপুর গ্রামের বাড়িতে চলে আসে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিশু মুক্তা আক্তার বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে শিশুটি বাড়ি সংলগ্ন বর্ষার পানিতে পড়ে যায়।

শিশুটি সাঁতার না জানায় মুহূর্তেই বর্ষার পানিতে তলিয়ে যায়। স্বজনেরা পরে পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।

শিশুটির এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর