কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে রক্তদান সমিতি'র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৪ আগস্ট ২০২০, সোমবার, ৫:৩৪ | কটিয়াদী 


'বিশ্বজুড়ে রক্তপাতের গভীর ক্ষত, আমরা নিলাম রক্তদানের মহান ব্রত' স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি'র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সুবিধাবঞ্চিতদেও মাঝে পোশাক বিতরণ, এতিমদের মাঝে খাবার বিতরণ, নদী ভাঙ্গন কবলিত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান, আলোচনা সভা ও গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) এ উপলক্ষে সংগঠনের কার্যালয় রিয়াজ ভবনে এক আলোচনা সভা ও গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহমান রুমী, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক কবি দীপা বর্মন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ঈশা খাঁন, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, সাংবাদিক রফিকুল হায়দার টিটু এবং কটিয়াদী সমাচার সম্পাদক ও প্রকাশক সারোয়ার হোসেন শাহীন।

অন্যান্যের মাঝে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম খোকন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, কবি হাবিব চিশতী, সাবেক ছাত্রনেতা আতাউল করিম তানিম, কবি আব্দুল্লাহ আল মামুন, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, তরুণ উদ্যোক্তা এনামূল হক বাবু, ডা. ইয়াসিন আহমেদ, শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, সমাজকর্মী হাসান মাহমুদ আতাউর, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, সংস্কৃতিকর্মী সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, একেএম মুশফিকুর রহমান রবিন, সুমিত দাস জয়, হাসিবুর রশিদ রাফি, মোবারক হোসেন তন্ময়, আইমান বিন হামিদ অমি প্রমূখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, এ উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর