কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রসঙ্গঃ পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ২০২০

 হারুন অর রশিদ | ২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১১:৫২ | মত-দ্বিমত 


বিভিন্ন সূত্র মারফত জানতে পারলাম যে, করোনা ভাইরাসের কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তার পরিবর্তে প্রতিটি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হবে।

আমার প্রস্তাব হলো যেহেতু সমাপনী পরীক্ষা হচ্ছে না, তাই প্রতিটি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির ১০% ( শ্রেণির মেধাবী শিক্ষার্থী) শিক্ষার্থী নিয়ে ইউনিয়ন ভিত্তিক সমাপনী কেন্দ্রে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হোক এবং তাদের মধ্য থেকে মেধা বৃত্তি প্রদান করা হোক।

এতে একটি ইউনিয়ন ভিত্তিক কেন্দ্রে সর্বোচ্চ পরীক্ষার্থী হবে ৫০/৬০ জন। তাহলে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। মেধাবীরা একটি সরকারি স্বীকৃতি পাবে।

অনেক গরীব মেধাবী শিক্ষার্থী আছে তারা সরকারি বৃত্তির টাকা পাবার পাশাপাশি ৩ বছর বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে।

আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন।

# হারুন অর রশিদ, প্রধান শিক্ষক, উত্তর আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর