কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


স্বাধীনতা এক মহত্তম চেতনার নাম: ড. আজিজুল বিশ্বাস

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০২০, শনিবার, ৪:১৮ | রকমারি 


শনিবার (১৫ আগস্ট) উদযাপিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এদিনে উপমহাদেশ দুই শত বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কবল থেকে মুক্তি পায়। জন্ম নেয় স্বাধীন ভারত রাষ্ট্র।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রামকৃষ্ণপুর গ্রামের 'জনচেতনা মঞ্চ' ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করেছে।

জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রার পাশাপাশি 'স্বাধীনতা: আকাঙ্খা ও প্রাপ্তি' শীর্ষক আলোচনা সভাও এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্যোক্তা বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. আজিজুল বিশ্বাস বলেন, 'স্বাধীনতা এক মহত্তম চেতনার নাম, যা সব সময় বুকে স্পন্দিত হয়।'

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মদন সরকার, মর্তুজ আলি বিশ্বাস, হজরত শেখ, দেলসাদ শেখ, হালিম শেখ , সন্দীপ মণ্ডল, জয়নাল বিশ্বাস, শাহরুখ মণ্ডল, রবিউল শেখ, মিনসা রুল মণ্ডল, সাফিরূল মণ্ডল, আলমগীর বিশ্বাস প্রমুখ।

কিশোরগঞ্জ নিউজকে উদ্যোক্তারা জানান, দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল কচিকাঁচাদের সাংস্কৃতিক পরিবেশনা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর