কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৫:৩০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে খলিলুর রহমান ফাহাদ (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার নারান্দী গ্রামের একটি ডোবার কচুরিপানার মধ্য থেকে ফাহাদের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফাহাদ গত সোমবার (১০ আগস্ট) বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

ফাহাদ উপজেলার নারান্দী গ্রামের আবদুল কদ্দুছের ছেলে। সে নারান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (১০ আগস্ট) বিকাল ৩টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় ফাহাদ। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় আশপাশসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও ফাহাদের কোনো সন্ধান পায়নি তার পরিবার।

পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ফাহাদের সন্ধান চেয়ে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা আবদুল কদ্দুছ।

নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাড়ির পশ্চিম দিকে ৫০০ গজ দূরের একটি ডোবার কচুরিপানার মধ্যে ফাহাদের ভাসমান মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফাহাদের ভাসমান মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান বলেন, ফাহাদের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর