কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৫:৩১ | অপরাধ 


কিশোরগঞ্জের পল্লীতে একটি গাঁজার গাছসহ শুক্কুর আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই রগুনন্দনপুর গ্রামে আটককৃতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় বসতবাড়ির পেছন থেকে রোপণকৃত গাঁজার একটি গাছ জব্ধ করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক হওয়া মাদক ব্যবসায়ী শুক্কুর আলী কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই রগুনন্দনপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মাদক ব্যবসায়ী শুক্কুর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এ জন্য তিনি বাড়ির পেছনে গাঁজার গাছ রোপণ করেন।

এমন খবরে র‌্যাব গোয়েন্দা নজদারির ভিত্তিতে সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় একটি গাঁজার গাছসহ ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী শুক্কুর আলী র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করার উদ্দেশ্যে গাঁজার গাছ রোপণ করাসহ ওই গাঁজার গাছ হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।

এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর