কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নদী ভাঙন এলাকা পরিদর্শনে সংসদ সদস্য নূর মোহাম্মদ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৮ আগস্ট ২০২০, শনিবার, ৭:৪৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে ভাঙন কবলিত দুটি এলাকা পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

শনিবার (৮ আগস্ট) সকালে তিনি উপজেলার দক্ষিণ চরটেকী ও আলগীরচর গ্রাম দুটি পরিদর্শন করেন।

এসময় তিনি ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

এছাড়া এসময় তিনি ভাঙন রোধে দক্ষিণ চরটেকী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ (বালি-কংক্রিটের বিশেষ বস্তা) স্থাপন কাজ পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, উপজেলার চরফরাদী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে দক্ষিণ চরটেকী ও আলগীরচর গ্রামে ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে ফসলি জমিসহ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে নিদারুন কষ্টে দিনাতিপাত করছে ওই গ্রাম দুটির কয়েকশ’ পরিবার।

এ প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ সরেজমিনে এসে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

সংসদ সদস্যকে কাছে পেয়ে দুঃখ-দুর্দশাসহ ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন স্থানীয়রা।

সংসদ সদস্য নূর মোহাম্মদ স্থানীয় লোকজনের কথা মনযোগ সহকারে শুনেন এবং ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ত্রাণ দেওয়ার ঘোষণা দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশীদ জুয়েল, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, চরফরাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলগীরচর গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, গ্রামটি খুবই অবহেলিত। প্রতিবছর এসময় ব্রহ্মপুত্র নদের ভাঙনে ফসলি জমিসহ ঘরবারি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয় সংসদ সদস্য সরেজমিনে এসে আশ্বস্ত করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দেওয়ার ঘোষণা করেছেন। সেজন্য আমরা আলগীরচরবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর