কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চলচ্চিত্রকর্মী সিফাত-শিপ্রার মুক্তি, বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবিতে কটিয়াদীতে মানববন্ধন

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৮ আগস্ট ২০২০, শনিবার, ৭:১৮ | কটিয়াদী 


কক্সবাজারে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তাঁর সহযোগী দুই চলচ্চিত্রকর্মী সিফাত ও শিপ্রার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে দীপশিখা গ্রন্থাগার আন্দোলন নামে একটি সংগঠন এ কর্মসূচি পালন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সদস্যসহ স্থানীয় সচেতন লোকজনও অংশ নেন।

মানববন্ধন থেকে দেশে বিচারবহির্ভূত হত্যা যেন আর না ঘটে, তার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার দাবিও করা হয়।

দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কটিয়াদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গিয়াস উদ্দিন আহমেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, সঞ্জয় রায় তপু, সাকিবুল হাসান সোহাগ, একেএম মুশফিকুর রহমান রবিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সিফাত ও শিপ্রা রাণী দেবনাথের অবিলম্বে মুক্তি ও তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

একই সঙ্গে সিনহা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর