কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পানিতে খেলতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

 জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া | ৩ আগস্ট ২০২০, সোমবার, ৩:১৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশের ফিশারীর পানিতে খেলতে নেমে সাঁতার কাটা ও লাফালাফি করতে গিয়ে পানিতে ডুবে মারুফ নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের আবির হাজী বাড়ি এলাকায় পানিতে ডুবে শিশু মৃত্যুর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু মারুফ চণ্ডিপাশা আবির হাজী বাড়ির (সামুর দোকানের) পশ্চিমের বাড়ির মো. ফারুক মিয়ার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ৮/১০ জন শিশু মিজানের ফিশারীতে খেলতে নামে। তারা কিছু সময় সাঁতার কেটে, লাফালাফি করে একে একে পানি থেকে ওঠে আসে।

কিন্তু মারুফ আর ওঠে আসেনি। পরে শুরু হয় তাকে খোঁজাখুজি।

এক পর্যায়ে পানির নিচ থেকে এলাকাবাসী তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

এদিকে পানিতে ডুবে শিশু মারুফের মৃত্যুর ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম। এছাড়া শোক নেমে এসেছে পুরো এলাকায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর