কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে প্রাইমারির এক প্রধান শিক্ষকের করোনা পজেটিভ

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ৭:১৩ | তাড়াইল  


নতুন করে কিশোরগঞ্জের তাড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের শরীরে করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত প্রধান শিক্ষকের নাম আবু মোস্তাক আহমেদ।

তিনি তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের কৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাউতি ইউনিয়নের সুরঙ্গল গ্রামের বাসিন্দা।

এ নিয়ে উপজেলায় মোট ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭৮ জন সুস্থ হয়েছেন আর ১ জন মৃত্যুবরণ করেছেন।

সুস্থ ও মৃত বাদে বর্তমানে উপজেলায় মোট ৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ আলমাছ হোসেন উপজেলার কৌলি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আবু মোস্তাক আহমেদ করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মোহাম্মাদ আলমাছ হোসেন কিশোরগঞ্জ নিউজকে জানান, গত রোববার (১৯ জুলাই) তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১ টায় রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে আবু মোস্তাক আহমেদ এর কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ আলমাছ হোসেন আরো জানান, তাড়াইল উপজেলায় রোববার (২০ জুলাই) পর্যন্ত মোট ১০৩০টি নমুনা সংগৃহীত হয়েছে।

সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট পর্যন্ত মোট ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭৮ জন ইতোমধ্যে সুস্থ হয়েছে। বাকি ৫ জনের মধ্যে একজন মারা গেছেন।

বর্তমানে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ জন। তাঁরা নিজ-নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর