কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পামওয়েল মিশিয়ে সরিষার তেল, দুই কারখানা মালিককে জরিমানা

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১৫ জুলাই ২০২০, বুধবার, ৬:৫৯ | অপরাধ 


কিশোরগঞ্জে হোসেনপুরে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অপারেশনাল টিম এবং উপজেলা প্রশাসনের সমন্বিত ভেজাল বিরোধী অভিযানে রহমানিয়া অয়েল মিল ও এমরান অয়েল মিল নামে দু’টি ভেজাল তেল তৈরির কারখানাকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিএন এবং হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম জাহিদুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোসেনপুর মধ্যবাজারের মাছ মহাল সড়কে রহমানিয়া অয়েল মিলের মালিক মো. আব্দুল মতিন মিয়াকে ৪০ হাজার টাকা এবং এমরান অয়েল মিলের মালিক এমরান হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম জাহিদুর রহমান।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, নিম্নমানের পামওয়েল ব্যবহার করে কারখানা দু’টিতে নোংরা পরিবেশে সরিষার তেল তৈরি করা হচ্ছিল।

গোয়েন্দা সূত্রে র‌্যাব বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের সাথে সমন্বিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে নোংরা পরিবেশে সরিষার তেল তৈরি এবং সরিষার তেল তৈরিতে পামওয়েল ব্যবহারের আলামত পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই তেল কারখানার মালিক পামওয়েল মিশিয়ে ভেজাল সরিষার তেল তৈরি করার ব্যাপারে স্বীকারোক্তি দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম জাহিদুর রহমান রহমানিয়া অয়েল মিলের মালিক মো. আব্দুল মতিন মিয়াকে ৪০ হাজার টাকা এবং এমরান অয়েল মিলের মালিক এমরান হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

ভেজালের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর