কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা!

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৩ জুলাই ২০২০, সোমবার, ১০:২৪ | অর্থ-বাণিজ্য 


মাত্র সপ্তাহ খানেক আগেও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে এখন দ্বিগুণ হয়েছে।

বৃষ্টি ও দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কারণে ডুবে গেছে মরিচ ক্ষেত। যে কারণে মরিচের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পাকুন্দিয়া পৌরসদর বাজার ঘুরে দেখা গেছে, ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচা মরিচ। যেখানে এক সপ্তাহ আগেও কেজি প্রতি বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়।

হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তাই পরিমাণে কম কিনতে হচ্ছেন তাদের।

বৃষ্টি ও বিভিন্ন ফসলি জমিতে জলাবদ্ধতার কারণে অধিকাংশ মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা।

তারা কিশোরগঞ্জ নিউজকে বলেন, প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারী দরে কিনতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। ওই কাঁচা মরিচ বিক্রি করতে গিয়ে কিছুটা নষ্টও হয়ে যাচ্ছে। ফলে ১৬০টাকা দরে বিক্রি করলেও তেমন একটা লাভ হচ্ছে না।

একই কারণে দাম বেড়েছে বেগুন, পটল, ঝিঙা, কাকরুল, পেঁপেসহ অন্যান্য সবজিরও।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর