কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ফেসবুক আইডি হ্যাক হওয়ায় জিডি করেছেন রফিকুল ইসলাম রেনু

 স্টাফ রিপোর্টার | ৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ২:৪২ | পাকুন্দিয়া  


গত ৫ জুলাই পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া মো. রফিকুল ইসলাম রেনু’র ফেসবুক আইডি গত ২৫ জুন হ্যাক হয়েছে। এ ব্যাপারে তিনি গত ২৭ জুন উত্তরা পশ্চিম থানায় জিডি (নং-১৩৫২, তারিখ- ২৭/০৬/২০২০ ইং) করেছেন।

জিডি’তে মো. রফিকুল ইসলাম রেনু উল্লেখ করেছেন, আমি দীর্ঘদিন যাবত ০১৭১২২২৬২৪৭ নাম্বার দিয়ে রফিকুল ইসলাম রেনু নামে একটি ফেসবুক একাউন্ট চালিয়ে আসছি। গত ২৫/০৬/২০২০ ইং তারিখে থেকে আমার ফেসবুক একাউন্টে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারছি না। এমনকি পাসওয়ার্ড উদ্ধারের জন্য ফেসবুক টিমের কাছে আবেদন করা হলে ফেসবুক একাউন্টটি অকার্যকর বলে দেখানো হচ্ছে। আমার মনে হয়, আমার ফেসবুক একাউন্টটি হ্যাক করা হয়েছে, যার মাধ্যমে আমার একাউন্ট ব্যবহার করে ম্যাসেজ, স্থিরচিত্র এবং ভিডিওচিত্র অথবা স্ট্যাটাস এর মাধ্যমে আমার ব্যক্তিগত ভাবে এবং সামাজিক ভাবে আমাকে হেয় করতে পারে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

রোববার (৫ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে সাময়িক বরখাস্ত করা হয়।

একই প্রজ্ঞাপনে প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করার বিষয়টিও উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু মো. রফিকুল ইসলাম (রেনু), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এর বিরুদ্ধে জনৈক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অপরাধে দায়েরকৃত দায়রা মামলা নং-১০৯/০১ (পাকুন্দিয়া থানার মামলা-১৫(৬)৯৯, জিআর-২৪৯(২)৯৯) এ বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হয়ে বর্তমানে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত, কিশোরগঞ্জে বিচারাধীন আছে এবং

যেহেতু হত্যা মামলার একজন আসামী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের হানিকর তথা জনস্বার্থের পরিপন্থী।

সেহেতু সরকার জনস্বার্থে তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন;

এমতাবস্থায় উপজেলা পরিষদ আইন ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১] এর ১৩খ(১) ধারা অনুসারে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো এবং পাকুন্দিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

এর আগে গত ২৮মে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু’র বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক সেলিম হত্যা মামলার একজন আসামি (মামলা চলমান), অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ এনে পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যানসহ ৯জন ইউপি চেয়ারম্যান অনাস্থা দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর