কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মডেল পাঠাগারের জন্য বই ও আলমিরা বিতরণ

 স্টাফ রিপোর্টার | ২৯ জুন ২০২০, সোমবার, ৮:১৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের মডেল পাঠাগারের জন্য বই ও আলমিরা বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে জেলার পাঁচটি গণশিক্ষা কার্যক্রম ও ৩০টি মসজিদভিত্তিক পাঠাগারের জন্য আলমিরা ও বই বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ প্রমুখসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ জানান, মোট ৩৫টি পাঠাগারের জন্য ২০১৯-২০২০ অর্থ বছরের আলমিরাসহ পাঠকদের জন্য কুরআন, হাদিস ও ইসলামের মৌলিক বিষয় সম্বলিত বিভিন্ন ধর্মীয় বই, সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, বিজ্ঞান, স্থাপত্য, আইন, অর্থনীতি ও রাষ্ট্রনীতির উপর গুরুত্বপুর্ণ বই প্রদান করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর