কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৭ জুন ২০২০, বুধবার, ৩:২১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুন করে একজন স্বাস্থ্যকর্মীসহ আরো চারজন করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাতে প্রকাশিত রিপোর্টে তাদের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

বুধবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারসহ নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

অপর তিনজন হলেন, উপজেলার চরদেওকান্দি গ্রামের এক যুবক (৩২), তালতলা গ্রামের একজন (৩২) ও কোদালিয়া গ্রামের একজন (৪৫)।

ডা. জমির মো. হাসিবুস ছাত্তার বলেন, গত ১১ জুন পাঠানো অবশিষ্ট স্যাম্পলের রিপোর্টে ওই চারজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এনিয়ে উপজেলায় মোট ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পরপর দুটি স্যাম্পল টেস্টে নেগেটিভ হয়ে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন ২৭ জন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর