কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আরো ৪ জন করোনামুক্ত হলেন, মোট শনাক্ত ৪৪, সুস্থ ২৭

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৬ জুন ২০২০, মঙ্গলবার, ১২:৪৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরো চারজন সুস্থ হয়েছেন। করোনা পজেটিভ হওয়ার পর পরপর দুটি স্যাম্পল টেস্টে নেগেটিভ হওয়ায় তাদের চারজনকে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে উপজেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিলো ২৩জন। নতুন করে চারজন সুস্থ হওয়ার মধ্য দিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন যে চারজন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন তারা হলেন, উপজেলার কোদালিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রফিকুল ইসলাম, চরফরাদি ইউনিয়নের খাইরুল ইসলাম, বড়আজলদী গ্রামের মোখলেছুর রহমান ও ডেন্টাল টেকনোলজিস্ট রবিউল্লাহ মামুন।

ডা. জমির মো. হাসিবুস ছাত্তার বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত ৪৪ জন কোভিড-১৯ ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা গ্রহণ করায় নতুন করে চারজনসহ মোট ২৭ জন সুস্থ হয়েছেন।

আক্রান্ত অন্যদের অবস্থাও ভালো বলে জানিয়েছেন ডা. জমির মো. হাসিবুস ছাত্তার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর