কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ব্যাংকার ও পুলিশ সদস্যসহ নতুন করে ৪ জনের করোনা শনাক্ত

 মো. তরীকুল হাসান, পাকুন্দিয়া | ১৫ জুন ২০২০, সোমবার, ১২:৪১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পাকুন্দিয়া থানার একজন এএসআই, একজন কনস্টেবল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও একজন ব্যবসায়ী রয়েছেন।

এনিয়ে উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার জানান, গত ৮ জুন ও ৯ জুন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। রোববার (১৪ জুন) রাতে রিপোর্ট পাওয়া যায়।

রিপোর্টে নতুন করে চারজনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে পাকুন্দিয়া মধ্যপাড়া গ্রামের একজন ব্যাংকার, পাকুন্দিয়া থানার একজন এএসআই, একজন কনস্টেবল ও মঙ্গলবাড়ীয়া গ্রামের একজন ব্যবসায়ী রয়েছেন।

তিনি আরও জানান, অদ্যাবধি এ উপজেলায় মোট ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

আক্রান্তদের মধ্যে ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের সকলেই হোম আইসোলেশনে আছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর