কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নতুন করে দুইজনের করোনা শনাক্ত, পাঁচ বছরের শিশুসহ সুস্থ ৫

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৪ জুন ২০২০, রবিবার, ৭:০০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুন করে এক স্বাস্থ্যকর্মীসহ দুইজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে পাওয়া রিপোর্টে তাদের নমুনায় কোভিড-১৯ পজেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত দুইজনের মধ্যে একজন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (৫৬) ও অপরজন পৌর এলাকার ওষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধি (২৪)।

এদিকে পরপর দু’টি স্যাম্পল নেগেটিভ আসায় উপজেলার নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৪ জুন) দুপুরে ডা. জমির মো. হাসিবুস ছাত্তার কিশোরগঞ্জ নিউজকে বলেন, গত ৭ জুন পাঠানো স্যাম্পল পরীক্ষায় ওই দুজনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

একই দিনের রিপোর্টে পুরাতন আক্রান্তদের মধ্যে পাঁচ বয়সী এক শিশুসহ ৫ জন করোনা ভাইরাস মুক্ত হয়েছেন। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়ের পরিবারের।

নতুন করে যে দুইজন আক্রান্ত হয়েছেন তাদের একজন হোম আইসোলেশনে অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড ইউনিটে ভর্তি আছেন।

এ নিয়ে উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০জনে। এর মধ্যে নতুন করে ৫ জন সুস্থ হওয়ার মধ্য দিয়ে মোট ২৪ জন করোনা ভাইরাস মুক্ত হয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর