কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ সদরে করোনা শনাক্ত ১শ’ ছাড়ালো, নতুন শনাক্ত ১১

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১২ জুন ২০২০, শুক্রবার, ১২:৫৩ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা। সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী জেলার ১৩ উপজেলায় ৮১৩ জনের শরীরে ধরা পড়েছে করোনা। মারা গেছেন ১৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৭৪ জন।

এর মধ্যে ভৈরব উপজেলাতে সবচেয়ে বেশি ৩৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপরেই রয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা।

কিশোরগঞ্জ সদর উপজেলায় এ পর্যন্ত ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৩ জন।

সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে পাওয়া রিপোর্টে এ উপজেলায় একদিনে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১০ এপ্রিল কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রথম করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হওয়ার পর ৬৩তম দিনে এসে শনাক্তের মোট সংখ্যা এখন তিন অঙ্কের কোটায়।

বুধবার (১০ জুন) পর্যন্ত এ উপজেলায় মোট ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার (১১ জুন) পাওয়া সর্বশেষ রিপোর্টে নতুন করে আরো ১১ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে।

তবে কিশোরগঞ্জ সদর উপজেলায় মোট ১১০ জনের করোনা শনাক্ত হলেও বেশ কয়েকজন জেলার অন্য উপজেলার এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইলের বাসিন্দা রয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ জেলা সদরে চাকুরী করছেন এমন অনেকও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন করোনা শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী।

অদ্যাবধি উপজেলা থেকে মোট ১৮৭৯টি নমুনা পরীক্ষার জন্য সংগৃহীত হয়েছে। করোনা শনাক্ত হওয়া মোট ১১০ জনের মধ্যে চারজন মৃত ব্যক্তি রয়েছেন।

এছাড়া এখন পর্যন্ত মোট ৩৩ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার শতকরা প্রায় ৩১ ভাগ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর