কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেণির ছাত্রী

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৫ জুন ২০২০, শুক্রবার, ১০:৫১ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৮ম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১৫) বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া মেয়েটি ডাহুরা গোল পুকুর পাড় মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ও পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বরযাত্রী আসার আগেই বাল্যবিয়েটি বন্ধ করে দেয় হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

তিনি জানান, উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের ওই মেয়ের সাথে পাশের নারায়ণ ডহর গ্রামের এক ছেলের বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে পিতা ও পরিবারের লোকজন লিখিত অঙ্গীকার নামা প্রদান করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর