কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় একই পরিবারের ৫ জনসহ নতুন করে ৭ জনের করোনা শনাক্ত

 মো. তরীকুল হাসান, পাকুন্দিয়া | ৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ১১:২৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ জনের দেহে করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন।

এর আগে উপজেলায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হওয়ায় উপজেলায় করোনা পজেটিভের সংখ্যা দাঁড়ালো ২৪ এ।

বৃহ্স্পতিবার (৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার জানান, গত ২৯ মে উপজেলায় ২৯ টি নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) সকালে তারা রিপোর্ট পেয়েছেন।

রিপোর্টে ৭ জনের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা গেছে। আক্রান্তদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছে।

অদ্যাবধি এ উপজেলায় মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

তিনি আরও জানান, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা ব্লক সম্পূর্ণ কোভিড-১৯ ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। দুটি ওয়ার্ডে ৫ টি করে ১০ টি ও দুটি কেবিনের ৪ টি বেডসহ মোট ১৪ টি বেডে করোনা পজেটিভ বা করোনা সন্দেহজনক রোগীদের চিকিৎসা কার্যক্রম চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর