কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে একই পরিবারের চারজনের করোনা শনাক্ত

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ২ জুন ২০২০, মঙ্গলবার, ১২:৩০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের তাড়াইলে একই পরিবারের দুই বছর চার মাস বয়সী এক শিশুসহ মোট চারজনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১ জুন) বিকালে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে ২২ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। এই ২২ জনের মধ্যে ৪ জন জেলার তাড়াইল উপজেলার এবং একই পরিবারের।

পরিবারটি উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের সহিলাটি গ্রামের। করোনা শনাক্ত হওয়া চারজনের মধ্যে ৩৪ বছর বয়সী যুবক, তার স্ত্রী, দুই বছর চার মাস বয়সী শিশুপুত্র এবং ৬৪ বছর বয়সী পিতা রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পরিবারটি করোনা শনাক্ত হওয়া যুবক তাড়াইল বাজারের কাপড়ের ব্যবসায়ী এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ গেইটের সামনে তার পিতার লাইব্রেরি ব্যবসা রয়েছে।

রোববার (৩১ মে) পর্যন্ত তাড়াইল উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩৭ জন। নতুন করে আরো চারজনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

তাদের মধ্যে ইতোমধ্যে ২৮ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। বাকি ১৩ জন হাসপাতাল ও বাসায় আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর