কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলের ব্যবসায়ী হাজী শাহজাহান ভূঞা করোনায় মারা যাননি

 স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০২০, রবিবার, ৯:২৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের তাড়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শাহজাহান ভূঞা (৬৬) করোনায় মারা যাননি। তার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

রোববার (৩১ মে) রাত ৯টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, রোববার (৩১ মে) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী শাহজাহান ভূঞা’র মৃত্যু হয়।

গত ২৬ মে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। রোববার (৩১ মে) রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এতে তার কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, হাজী শাহজাহান ভূঞা ডায়াবেটিস, হৃদরোগ ও রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। সেসব জটিলতার কারণে তিনি হৃদরোগে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

হাজী মো. শাহজাহান ভূঞা তাড়াইল বাজারের মৃত আবদুল করিম ভূঞা’র ছেলে। তিনি একজন সজ্জন ও আন্তরিক মানুষ ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর