কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু, সুস্থ ৩

 স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০২০, রবিবার, ৮:৫২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে রুদ্রমূর্তি ধারণ করেছে চীনের প্রাণঘাতী এই ভাইরাসটি। সর্বশেষ রোববার (৩১ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা যাওয়া এক ব্যক্তির নমুনায় কোভিড-১৯ পজেটিভ এসেছে।

গত মঙ্গলবার (২৬ মে) জেলায় সংগৃহীত মোট ১৪১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। রোববার (৩১ মে) রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এই ১৪১ জনের নমুনার মধ্যে নতুন করে ৩০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

শনিবার (৩০ মে) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩২৩ জন। রোববার (৩১ মে) নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে।

এদিকে নতুন করে জেলায় ৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৯৫ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জন।

বর্তমানে জেলায় মোট ১৪৯ জন করোনা রোগী এবং ৫ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে অন্য জেলায় শনাক্তকৃত ৪ জন করোনা পজেটিভ রয়েছেন।

রোববার (৩১ মে) রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে মঙ্গলবার (২৬ মে) সংগৃহীত ১৪১ জনের নমুনার মধ্যে ১০৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এছাড়া ৩৭ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ৫ জনের দ্বিতীয় নমুনা এবং ২ জনের তৃতীয় নমুনা কোভিড-১৯ পজেটিভ রয়েছেন। অর্থাৎ নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন করোনা শনাক্ত হওয়া এই ৩০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪জন, হোসেনপুর উপজেলার ৪জন, তাড়াইল উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ১৫ জন ও বাজিতপুর উপজেলার ৬ জন রয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার ৪জনের মধ্যে বৃহস্পতিবার (২৮ মে) বিকালে মারা যাওয়া লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের তারা মিয়া (৪৫) এর কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। মারা যাওয়ার আগে করোনাভাইরাস সন্দেহে  নারায়ণগঞ্জ থেকে আসা তারা মিয়ার নমুনা গত বুধবার (২৬ মে) করেছিল স্বাস্থ্য বিভাগ।

ফলে রোববার (৩১ মে) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ৩৫৩ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৪১ জন, হোসেনপুর উপজেলার ১৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২৫ জন, তাড়াইল উপজেলায় ৩৭ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৬ জন, কটিয়াদী উপজেলায় ১৯ জন, কুলিয়ারচর উপজেলায় ১২ জন, ভৈরব উপজেলায় ১১৭ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২৮ জন, ইটনা উপজেলায় ১২ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে ১০ জন মৃত ব্যক্তি রয়েছেন। সর্বশেষ করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৮ মে) বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের নিজ বাড়িতে মৃত ছফির উদ্দিনের ছেলে তারা মিয়া মারা যান।

এর আগে মারা যাওয়া ৯ জন হলো, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬), কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার টেনু সাহার গলি এলাকার নিতাই (৬০), হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা গ্রামের মোস্তফা মিয়া (৬০), কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের তরুণ ভূইয়া (৪০), বাজিতপুর পৌরসভার চারবাড়িয়া এলাকার মো. আল আমিন মিয়া (৬০), ভৈরব পৌরশহরের চণ্ডিবের দক্ষিণপাড়ার বাসিন্দা মৎস্য ব্যবসায়ী অমিয় দাস (৬০), মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া মীরহাটির রফিকুল ইসলাম (২৭) এবং  করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ইসলামপুর গ্রামের সামছুদ্দিন (৬৫)।

এছাড়া গত ২৪ মে ভোরে ঢাকা শিশু হাসপাতালে শনাক্তকৃত ২২ মাস বয়সী কোভিড-১৯ পজেটিভ শিশু কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিকৎসাধীন অবস্থায় মারা যায়। মারা যাওয়ার আগে গত ১৯ মে সংগৃহীত তার দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সে অন্যান্য জন্মগত ত্রুটিতে ভুগছিল।

এর আগে গত ২১ মে বিকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা হুমায়ুন সিদ্দিকী (৫৫) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়। মারা যাওয়ার পর ওইদিনই (২১ মে) পাওয়া তার দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর