কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু

 আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল | ৩০ মে ২০২০, শনিবার, ১২:৫৪ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে হেলিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ৬ টার দিকে উপজেলার কালনা গ্রামের পেছনের ‘মরাপুরি’ বিলে বজ্রপাতে এই নিহতের ঘটনাটি ঘটে।

নিহত হেলিম তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রামের মৃত আবদুর রাশিদের ছেলে।

এলাকাবাসী ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) সকালে কয়েকজনের সঙ্গে ‘মরাপুরি’ বিলে মাছ চাষের জন্য কাজ করতে যান হেলিম। সকালে বৃষ্টির মধ্যেই হেলিম বিলেরপাড়ে কাজ করছিলেন।

৬টার দিকে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় হেলিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানায়, হেলিম ব্যক্তি জীবনে বিবাহিত। তিনি মা, স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. বদরুল হাসান রনি বলেন, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বজ্রপাতে কালনা গ্রামের বাসিন্দা হেলিম নামে এক কৃষকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর