কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় দুই দোকান ও সাত বসতঘর লকডাউন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৭ মে ২০২০, বুধবার, ৯:৩৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুটি দোকান ও সাতটি ঘর লকডাউন করা হয়েছে। বুধবার (২৭ মে) দুপুরে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এসব দোকান ও ঘর লকডাউন ঘোষণা করে স্টিকার ও লাল নিশান টানিয়ে দেন।

এসময় পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লকডাউন করা দোকান দুটি হচ্ছে পাকুন্দিয়া পৌরসদরের স্মৃতি মেডিক্যাল হল ও জীবন মিয়ার ফলের দোকান।

এছাড়া ঘরগুলো হচ্ছে, চরলক্ষিয়া গ্রামের জীবন ও রেনু মিয়ার দুটি ঘর, চরপাকুন্দিয়া গ্রামের জয়নাল মাস্টারের তিনটি ঘর ও তারাকান্দি গ্রামের নসু মুন্সির বাড়ির দুটি ঘর।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, মঙ্গলবার (২৬ মে) পাকুন্দিয়া উপজেলায় তিনজন করোনা পজেটিভ শনাক্ত হন।

ওই তিনজনের মধ্যে দুজনের ব্যবসা প্রতিষ্ঠানসহ তাদের ঘরবাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

উপজেলাবাসীকে তিনি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার প্রতিও আহ্বান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর